বৃষ্টি হতে পারে সোমবারও

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের অধিকাংশ জায়গায় শনিবার বৃষ্টি থাকলেও পরিমাণে ছিল কম। শনিবারের তুলনায় রোববার বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশেই বেড়েছে।

রোববার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবারও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান। এর প্রভাবে সোমবার খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সোমাবর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার ভোর ৫টা ৪৩ মিনিটে সূর্য উঠবে এবং ডুববে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে।