ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৩৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার আড়াইবাড়ি এলাকায় অটোরিকশাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার সাপমারা এলাকার বিল্লাল মিয়ার স্ত্রী জরিনা বেগম, একই জেলার পলাশ উপজেলার ডাঙ্গার বাজার (হাসানহাটা) এলাকার দিদার বক্সের ছেলে মো. জালাল উদ্দিন, মাধবদী উপজেলার পাঁচধোনা (শ্রীনগর বেপারীপাড়া) এলাকার মজিবর রহমানের স্ত্রী সুমি বেগম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ওমরপুর এলাকার মন্তাজ আলীর ছেলে মো. হানিফ মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কসবা উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের আড়াইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকশাসহ তাদের আটক করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা এবং নগদ পাঁচ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অভিযানের সময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তাকে আটক করতে অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।