মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কমলগঞ্জের মাধবপুরে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

স্টাফ রিপোর্টার: ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার মহানবী মুহাম্মদ সা:-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুরে বিক্ষোভ মিছিল করেছেন সম্মিলিত তৌহিদী জনতা।

রবিবার (২৬ জুন)  বিকাল সাড়ে ৫ টায় মাধবপুর বাজার জামে মসজিদ গেইট থেকে স্থানীয় শত শত মুসল্লি জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। মিছলটি মাধবপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাধবপুর বাজারে সামনে গিয়ে শেষ হয়। পরে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর, মাওলানা হুসাইন আহমদ খালেদ, ছাত্রনেতা মুহাম্মদ সিহাব উদ্দিন, আবুল বাশার, আব্দুল মন্নান প্রমুখ।
এ সময় মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদ বক্তব্যে বলেন, আল্লাহর পর যার মর্যাদা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ জঘন্য মন্তব্য করলে কোন মুমিন বান্দা সেই ব্যক্তিকে ছাড় দেবে না তাই আমাদের সরকারেরও উচিত এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো৷
তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের জান ও প্রাণ। আমরা নিজেদের মা বাবার চেয়েও আমাদের নবী (সাঃ) কে বেশি ভালোবাসি প্রয়োজনে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু জন্য জীবন দিতে প্রস্তুত৷
আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে করোনার অজুহাত দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয়উৎসব ঈদুল আজহা ও পশু কোরবানি দেয়া বন্ধের নির্দেশের তীব্র নিন্দা জানানো হয়।
এদিকে বিক্ষোভ মিছিল থেকে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কমলগঞ্জ পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় ছিলো।