রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের ছয়তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর মো. আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ১৪টি ইউনিট কাজ করছে।