 
                                       সংগৃহীত                                       
                                        
                                    ধলাই ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় মোবাইল ছিনতাইকালে আবদুল খালেক নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্তারমুন্সী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুল খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল। তিনি বলেন, মঙ্গলবার সকালে বক্তারমুন্সি বাজারে এক পথচারীর মোবাইল ছিনতাইকালে আবদুল খালেককে আটক করেন স্থানীয়রা। এ সময় পালিয়ে যান তার এক সহযোগী। পরে আটককৃত রোহিঙ্গাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের নামে মামলা প্রক্রিয়াধীন।
 
		
