মৌলভীবাজারে ২ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
ছবি ধলাইর ডাক

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর, সরকার বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ০৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নোংরা পরিবেশে ঔষধ সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে সরকার বাজারে অবস্থিত ছামী এন্ড সুইটি ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা, কুমিল্লা হোমিও হলকে  ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।