যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি যাত্রীবাহী হট এয়ার বেলুন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক শহরে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবছরই নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে নানা রঙের হট এয়ার বেলুন উৎসবের আয়োজন করা হয়। বিশ্বব্যাপী যার খ্যাতিও আছে। কিন্তু এবার নিয়ন্ত্রণ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাত্রীবাহী একটি হট এয়ার বেলুন। কিছুক্ষণ পর তা আছড়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

গিলবার্ট গ্যাল্লেগোস আরও জানান, এ ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নিউ মেক্সিকো। ফলে বিদ্যুৎহীন রয়েছেন সেখানকার ১৩ হাজারেরও বেশি মানুষ।

বেলুনটি কেন বিচ্ছিন্ন হয়েছে বা বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

এ ধরনের এয়ার বেলুন পরিচলনা করা কষ্টসাধ্য বিষয়। বিশেষ করে যখন প্রচুর বাতাস থাকে। যদিও হট এয়ার বেলুন চালকরা খুবই দক্ষ বলে মনে করে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান