ধলাই ডেস্ক: রাঙামাটির লংগদু বন্যহাতির আক্রমণে ছয়টি বসতঘর বিধস্ত ও তিন নারী আহত হয়েছেন। এছাড়া ঘরে রাখা ধান-চালও খেয়ে নষ্ট করে ফেলেছে হাতির পাল।
রোববার মধ্যরাতে ঐ উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি-শামসুপাড়ায়। আহতরা হলেন- ঐ এলাকার ফুলবানু, ফুলজান বেগম, ফাতেমা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতির উপস্থিতি টের পেয়ে ঘুম থেকে উঠে পড়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরপর জীবন বাঁচাতে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঐ সময় হাতির পাল ঘরগুলো বিধস্ত করে ও ঘরে থাকা ধান-চাল খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে।
ভাসাইন্যাদম ইউনিয়নের মেম্বার হুমায়ুন কবির বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত তিন নারীকে লংগদু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।