মঈনুদ্দিন সিদ্দিক -রাজনগর সংবাদদাতাঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতায় উপজেলার গুরুত্বপূর্ণ ৩ টি স্থানে জীবাণুনাশক স্প্রে মেশিন স্হাপন করে অলিলা গ্রুপ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পিপিই বিতরণ করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ০৯ জুন দুপুরে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে ১ টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ১টি এবং উপজেলা প্রশাসন ভবনে ১ টি স্প্রে মেশিন স্থাপন করা হয়েছে।
এ সময় শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ এমপি।
উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন। অলিলা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব জিল্লুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়। অফিসার ইনচার্জ আবুল হাসিম। রাজনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই। ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান। উত্তরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ শাহিদ্দুজ্জামান ছালিক। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক আহমদ।
রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খাইরুল মজিদ ছালেক। পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর নুর আজাদ। রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি মইনুল ইসলাম। রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু। এহসানুর রহমান জুয়েল। কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ প্রমুখ।