রাজনগরে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
ছবি ধলাইর ডাক

রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে রাজনজগর থানার পুলিশ  ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে খলাগাঁওয়ে অবস্থিত রিপন এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, করিমপুর রোডে অবস্থিত রুমু ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, মুন্সিবাজের অবস্থিত ইলিয়াস মিয়া এন্ড সন্সকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।