রোহিঙ্গা ক্যাম্প থেকে সয়াবিন তেল-চিনি উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে মজুত করা ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় নূর কবির নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূর কবির একই ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার কামালের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্ট এলাকায় যানবাহন তল্লাশি করে অবৈধভাবে মজুত করা ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনিসহ ঐ যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত যুবককে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।