ধলাই ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরই মধ্যে দেশেও বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি তেলের দাম। যার ফলে বাস ভাড়াও বেড়েছে। চলমান এসব সংকটের মাঝে লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তা অর্ধেকে নামিয়ে আনা হবে। অক্টোবর মাস থেকে বিদ্যুৎ সরবরাহ আগের মতোই স্বাভাবিক হবে বলে আশা করছি।
সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ চায় না মানুষকে ভুক্তভোগী করতে। বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে। আগামী মাস থেকে লোডশেডিং আগের থেকে অনেক ভালো অবস্থা হবে।
উল্লেখ্য, জ্বালানি তেল নিয়ে চলমান বৈশ্বিক সংকটের মুখে দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রেখে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করে সরকার।