শাহজালালে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৯

ডেস্ক রিপোর্ট : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৩টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

সোমবার (২৭ মে) রাত পৌনে ১২টার দিকে ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণ পাওয়ার পর তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন আনুমানিক সোয়া ১০ কেজি।

কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির নাম মো. আব্দুস সালাম। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৩৬৭২৪। গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

তবে কোন দেশ থেকে কোন এয়ারলাইন্সে আব্দুস সালাম সালাম এসেছেন তা জানা যায়নি।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী  বলেন, আটক ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।