 
                                       তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের বেশি ব্যবহারে শিশুর চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। একই সঙ্গে পড়াশোনায় মনোযোগ হারায় শিশুরা। খিটখিটে হয় মেজাজ।
এসব মোকাবিলার জন্যই অ্যাপল নতুন উদ্যোগ নিচ্ছে। অ্যাপলের দুই বিনিয়োগকারী অ্যাপলকে অনুরোধ জানিয়েছেন, শিশুদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করতে।
অ্যাপল নিয়ে আসছে এমন সফটওয়্যার, যা ঠিক করে দেবে শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময়সীমা। যার নাম হবে ‘ডিজিটাল লক’।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে, কিশোর-কিশোরীরা স্মার্টফোনের ক্ষেত্রে এক ধরনের আকর্ষণ বোধ করে যে, মোবাইল ফোনে মেসেজ এলে সঙ্গে সঙ্গেই তার উত্তর দিতে হবে। ফলে আসক্তি ক্রমশ বাড়ে। তাই ‘ডিজিটাল লক’র পরিকল্পনা বেশ সাড়া ফেলেছে।
অভিভাবকরা বলছেন, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার যে প্রভাব ফেলছে, তা সত্যিই বিবেচনা করার মতো বিষয়। এ উদ্যোগও প্রশংসাযোগ্য।
 
		
