শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষন, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে ৷

আজ (২৪ জুলাই) বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া নামক স্থানে ঘটনাটি ঘটে ৷ ধর্ষিতা শিক্ষার্থী পশ্চিম ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করতো ৷

ভিকটিমের চাচা শাহিন মিয়া জানান, আমার ভাতিজি আজ বিকালে বাসার পাশের দোকানে গেলে পাশের বাড়ীর গউছ মিয়া (৪৫) আমার ভাতিজিকে জোরপূর্বক তার বাড়ীতে তুলে নিয়ে যায়, সেখানে তাকে জোরপূর্বক ধর্ষন করে ৷ পরে আমার ভাতিজি বাসায় এসে আমাদের বিষয়টি জানালে আমরা তাকে নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, সেখান থেকে আমরা থানায় গিয়ে গউছের নামে মামলা করি ৷

এদিকে এই ঘটনায় অভিযুক্ত গউছ কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ, আজ বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ৷

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, অভিযুক্ত কে আমরা আটক করতে সক্ষম হয়েছি ৷ ভিকটিম মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাল মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে ৷

নোট:  শিক্ষার্থীর নাম রিয়া আক্তার