
ছবি ধলাইর ডাক
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে মভু মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯আগষ্ট) বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আর দুইজন আহত হয়েছে।
শ্রীমঙ্গল থানার এস আই সুমন হাজরা বলেন, গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টারটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুকুরে পড়ে যায়। সেখানে ট্রাক্টার থেকে লাফ দিতে গিয়ে ট্রাক্টারে থাকা এক শ্রমিক মারা যায়। আমরা লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।