শ্রীমঙ্গল সংবাদদাতা: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি”ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বৃহঃবার (২৫জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালীর আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদুল আলম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুস ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মানবাধিকার কর্মী এসকে দাস সুমন প্রমুক।
উল্লেখ আজ বৃহস্পতিবার ২৫ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সকল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।