ধলাই ডেস্ক: বগুড়া শহরের কাঁঠালতলা এলাকায় রোববার সকালে সড়কের ওপর পড়ে থাকা সালামত নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সালামত শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ার পরী সোনারের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
বগুড়া সদর থানার এসআই খোরশেদ আলম জানান, সালামত দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাতে অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তিনি পরিবারকে জানান। কিন্তু রাত গভীর হওয়ায় পরিবারের সদস্যরা কিছু করতে পারেনি। এমনকি করোনায় আক্রান্ত সন্দেহে স্থানীয়দের কেউ কাছেও আসেনি। ধারণা করা হচ্ছে, কারো সাহায্য না পেয়ে শ্বাসকষ্টে রাতভর সড়কের ওপর ছটফট করতে মারা গেছেন।
এসআই খোরশেদ আরো জানান, রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সালামতের লাশ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদনে করোনার উপসর্গের কথা উল্লেখ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করা হবে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, শ্বাসকষ্টের কারণে কারো সাহায্য না পেয়ে সারারাত শহরের কাঠালতলা এলাকায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। স্থানীয় অনেকেই দেখেছে, কিন্তু কেউ হাসপাতাল কিংবা থানায় খবর দেয়নি। এমনকি তার মৃত্যুর পরও করোনার ভয়ে কেউ কাছে যায়নি। আমাদের জানানো হলে আমরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতাম।
তিনি আরো বলেন, সকালে খবর পেয়ে আমাদের একটি টিম মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার পরিবারের সদস্যরাও থানায় এসেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।