‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না’

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

ধলাই ডেস্ক: জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তারাই প্রমাণ করেছে। নির্বাচনে বিরোধীদল থাকে জেলখানায়।’ সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান।

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহম্পতিবার সন্ধ্যায় চাঁদনী কমিউনিটি সেন্টারে দীর্ঘ প্রায় ২০ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তারাই প্রমাণ করেছে। নির্বাচনে বিরোধীদল থাকে জেলখানায়।

এ সময় তিনি আরও বলেন, ‘নির্বাচনী মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। তাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীনের সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে কমলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক লোক উপস্থিত থাকলেও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর অনুসারী অনেক নেতা-কর্মীই অনুপস্থিত ছিলেন।