হাসপাতালে অসুস্থ হাজিদের দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

ডেস্ক রিপোর্ট: মক্কার বিভিন্ন হাসপাতালে ভর্তি অসুস্থ হাজিদের দেখতে গেছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন।

অসুস্থ চার হাজি হলেন-নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০), নওগাঁর ফজর আলী মণ্ডল (৬২), জামালপুরের মো. চাঁন মণ্ডল (৬৫) ও কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম। তারা কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে, আল-হেরা ও আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন। ব্রেইন স্ট্রোক, কিডনি ও বুকের ব্যথাসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত তারা।

ধর্ম প্রতিমন্ত্রী সোমবার মক্কার ওইসব হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করেন।

সুস্থ হওয়ার পর হাজিরা যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা নিতেও তিনি হজ কাউন্সিলর মাকসুদুর রহমানকে নির্দেশ দেন।