ডেস্ক রিপোর্ট: আফগান পেসার দাওলাত জাদরানের করা ইনিংসের ৩৭তম ওভারের দ্বিতীয় বলে লং অনে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করলেন মুশফিকুর রহিম। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় ও সবমিলিয়ে ৩৫তম ওয়ানডে ফিফটি। ৫৬ বলে ২ চার ও ১ ছক্কায় সাজানো এই ফিফটির ইনিংস।
টানা ৭৩ বল বাউন্ডারিবিহীন থাকা বাংলাদেশ ইনিংসে প্রাণ ফিরিয়ে আনলেন মুশফিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। এই প্রতিবএদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬।