এক চাকার মোটরসাইকেল নিয়ে এসেছে আলিবাবা গ্রুপ

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার এক চাকার মোটরসাইকেল রাস্তায় স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে। এমনই এক চাকার মোটরসাইকেল বাজারে এসেছে। কেউ কেউ ভাবছেন দুই চাকা না থাকলে ব্যালান্স হবে কী করে। এই মোটরসাইকেল চলবে এক চাকার ওপর ভর করেই।

এই বাইক সিঙ্গেল চার্জে ১০০ কি.মি. পর্যন্ত চলবে বলে দাবি সংস্থার। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টায়। বাইকের ওজন মাত্র ৪০ কেজি। এক চাকার এই বাইক বাজারে এনেছে আলিবাবা গ্রুপ।

বাজারে এখন ইলেকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে ঝুঁকলে গতি বাড়বে এই বাইকের। পিছনে সরলে গতি কমবে।