কমলগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় এমপির ব্যক্তিগত সহকারীসহ আহত- ১০ আটক -২

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে বলে জানা যায়।

রোববার (২ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি গাড়ি বহর নিয়ে মুন্সিবাজার এলাকায় নৌকা প্রার্থী ইফতেকার আহমদ বদরুল এর নির্বাচনী কার্যালয়ে সামনে পৌছান। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুনেল আহমদ তরফদার (ঘোড়া প্রতীক) এর সমর্থকরা মোবাইল ফোন দিয়ে ছবি উঠাতে থাকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।  সংঘর্ষে স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী  ইমাম হোসেন সোহেল, গানম্যান তরিকুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুরুত্বর ৫ জন মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে সোমবার (৩ জানুয়ারী) সকালে  কমলগঞ্জ থানায় ৩৫ জনের নাম উল্লেখ  ও  ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা  সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় থানায় লিখিত হয়েছে। তিনি আরো বলেন, হামলার ঘটনায় দু’জন কে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে