কমলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে সমাহিত করা হলো চা শ্রমিক মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাসকে

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
ছবি- ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে সোমবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত রোগে মৃত্যু করেন ৭১-এর বীর সেনানী মুক্তিযোদ্ধা মহাবির রবিদাস (৮৪)।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শণ শেষে শমশেরনগর চ াবাগানের শান্ত পাড়ায় সমাহিত করা হয়েছে।

শমশেরনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই জানান মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাসের মরদেহে জাতীয় পতাকা দিয়ে ঢেকে পুলিশ সদস্যরা গার্ড অব অণার প্রদর্শণ করে। তার ছাড়া প্রশাসনিকভাবে মরদেহের উপর ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর পর রবিদাস সম্প্রদায়ের সামাজিক রীতি অনুযায়ী তার মরদেহ শমশেরনগর চা বাগানের শান্তপাড়া এলাকার শশ্মান ভূমিতে সমাহিত করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান চা শ্রমিক নেতা রাম ভজন কৈরী, মুক্তিযোদ্ধা নির্মল দাস, আব্দুল হাই, শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কমুার চৌধুরী, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোপাল কানু, ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব মিয়া রবিদাস, চা বাগান পঞ্চাযেত কমিটির অর্থ সম্পাদক লছমন মাদ্রাজী ও জাগরণ যুব ফোরাম সভাপতি মোহন রবিদাস।
পারিবারিক সূত্রে জানা যায় মৃত্যুকালে মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস স্ত্রী সুকিয়া (৬৫), ছেলে বাবুর রবিদাস(৩৮), ছেলে রাজেন রবিদাস (২১), ছেলে রানা রবিদাস (১৬) ও রাজেশ রবিদাস (১১)কে রেখে গেছেন।