কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ এর আত্মপ্রকাশ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে বলা হয় বাংলাদেশের প্রকৃতির অপার লীলানিকেতন। এ উপজেলায় রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপপ্রাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, শমশেরনগর বিমানবন্দর, বাগিছড়া লেকসহ বিভিন্ন পর্যটন স্পট।
এসব পর্যটন স্থানের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে গঠিত হয়েছে কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ নামে একটি সামাজিক সংগঠন। ২৯ মে সোমবার বিকাল ৫ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সংগঠন আত্মপ্রকাশ করে।
সাংবাদিক নির্মল এস পলাশের সভাপতিত্বে ১ম অধিবেশনে সংগঠনের নামকরন, গঠনতন্ত্র প্রনয়ন ও কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।
২য় অধিবেশনে সাংবাদিক পিন্টু দেবনাথের সভাপতিত্বে সাংবাদিক শাহীন আহমেদ সভাপতি ও শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন