প্রেস বিজ্ঞপ্তি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার, বাটেরা রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ২:০০ টা থেকে বিকাল ৬:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাগীয় কার্যালয় সিলেট এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স ।
অভিযানকালে ব্রাক্ষণবাজারে অবস্থিত বাবলু ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, প্রনয় দাসের সবজির দোকানকে ৫ শত টাকা, বাটেরা রোডে অবস্থিত আনোয়ারা গ্রাইন্ডিং মিলকে ৩০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া, মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
এছাড়াও আনোয়ারা গ্রাইন্ডিং মিলকে মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করার দায়ে কেন স্থায়ী ভাবে বন্ধ করা হবে না তা জানতে চেয়ে উক্ত মিলটি সাময়িক ভাবে বন্ধ করা হয়।