কুলাউড়া ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

কুলাউড়া সংবাদদাতা:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ষ্টেশন রোড, দক্ষিণ বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বুধবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। ফ্রিজে রান্না করা মাছ মাংস এবং পূর্বের ইফতারী কাঁচা মাছ মাংসের সাথে রেখে বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, পোকা বেগুন দিয়ে বেগুনী তৈরি করা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে ষ্টেশন রোডে অবস্থিত গ্রীণ ভিউ রেষ্টুরেন্টকে ৮ হাজার টাকা, পাকশী রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, দক্ষিণবাজারে অবস্থিত সুলমান মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকাসহ মোট ১১ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।