গরমে ঝটপট তৈরি করুন আমের লাচ্ছি

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

লাইফস্টাইল ডেস্ক: গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে এক গ্লাস লাচ্ছির বিকল্প নেই। বিভিন্ন ফ্লেভারের রাচ্ছি তৈরি করা যায়। তবে এখন যেহেতু আমের মৌসুম, তাই চাইলেই কিন্তু আম দিয়ে ঝটপট তৃষ্ণা মেটাতে ঘরেই তৈরি করে নিতে পারে আমের লাচ্ছি।

কারণ এতে যেসব উপকরণ মেশানো থাকে, সবই স্বাস্থ্যকর। এই লাচ্ছি খেলে আপনার উত্তপ্ত শরীর মুহূর্তেই ঠান্ডা হবে।

কারণ এতে ব্যবহাপর করা হয় টকদই, যাতে আছে প্রোবায়োটিক। চলুন তবে জেনে নেওয়া যাকে ম্যাংগো লাচ্ছির রেসিপি-

উপকরণ

১. আম ১ কাপ টুকরো করে কাটা
২. চিনি আধা কাপ
৩. টকদই আধা বাটি
৪. এলাচ ২টি
৫. পুদিনা পাতা ৪টি
৬. বরফের টুকরো ৮-৯টি

পদ্ধতি

এক বা দুটি পাকা আম নিয়ে নিন। সেগুলো ছোট ছোট কিউব করে কেটে নিন। এবার ব্লেন্ডারে টকদই, আমের কিউবস, চিনি এবং আইস কিউব মিশিয়ে নিন। তারপর এতে এলাচ যোগ করুন এবং ব্লেন্ড করে নিন মসৃণভাবে।

এবার গ্লাসে ঢেলে কয়েক টুকরো বরফ ও পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমের লাচ্ছি। এক গ্লাস আমের লাচ্ছিতে থাকে ২১৮ ক্যালোরি, ফ্যাট ৫ গ্রাম, প্রোটিন ৪ গ্রাম, কার্বস ৩৭ গ্রাম এবং ফাইবার ১৩ গ্রাম আছে।