গুজব প্র্রতিরোধে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে কমলগঞ্জে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: “ছলেধেরা গুজবে কান দবিনে না, আইন নজিরে হাতে তুলে নবিনে না” এই প্রতপিাদ্যকে সামনে রখেে মৌলভীবাজাররে কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবশে এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলশিরে সহযোগতিায় সপ্তাহব্যাপী র্কমসূচরি ৫ম দনিে ৪টি শক্ষিা প্রতষ্ঠিানে বুধবার (৩১ জুলাই) সচতেনামূলক সমাবশে অনুষ্ঠতি হয়।

শক্ষিক-শক্ষর্িাথী ও অভভিাবকদরে অংশগ্রহণে উপজলোর দয়াময় সংিহ উচ্চ বদ্যিালয়, রানীর বাজার সরকারি প্রাথমকি বদ্যিালয়, গোর্বধ্বনপুর সরকারি প্রাথমকি বদ্যিালয় ও কমলগঞ্জ মডলে সরকারি প্রাথমকি বদ্যিালয়ে এই র্কমসুচী অনুষ্ঠতি হয়।

কমলগঞ্জ সুহৃদ সমাবশে এর সাধারণ সম্পাদক পন্টিু দবেনাথরে সঞ্চালনায় সচতেনতামূলক বভিন্নি সমাবশেে বক্তব্য রাখনে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, সুহৃদ সমাবশেরে উপদষ্টো সমকাল কমলগঞ্জ প্রতনিধিি প্রনীত রঞ্জন দবেনাথ, কমলগঞ্জ সাংবাদকি ফোরামরে সাধারণ সম্পাদক শাহীন আহমদ, পৌন কাউন্সলির মো. আফজল ময়িা, ইউপি সদস্য রুপন্দ্রে কুমার সংিহ, প্রধান শক্ষিক প্রভাত কুমার সংিহ, গাজী সালাহউদ্দনি, সুজতিা সংিহ, জ্যোৎস্না রানী সন্হিা, সুহৃদ আর কে সৌমনে, সালাউদ্দনি শুভ প্রমুখ। এ সকল অনুষ্ঠানে শক্ষর্িাথী ছাড়াও শক্ষিক, অভভিাবক, ম্যানজেংি কমটিরি সদস্যবৃন্দ উপস্থতি ছলিনে।

এ সময় বক্তারা ছলেধেরা গুজব প্রতিরোধে কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবশেরে সপ্তাহব্যাপী আয়োজনকে সাধুবাদ জানয়িে বলনে, সচতেনতা বৃদ্ধতিে বভিন্নি শক্ষিা প্রতষ্ঠিানে এ র্কমসুচী র্কাযকর ভূমকিা রাখব। বক্তারা আরো বলনে, অপরচিতি কোন লোককে সন্দহে হলে গণপটিুনী না দয়িে পুলশি প্রশাসনকে খবর দতিে হব।ে অথবা ৯৯৯ কল দয়িে জানাতে হব।ে বক্তারা ডঙ্গেু প্রতরিোধওে শক্ষর্িাথীদরে সচতেন হওয়ার আহবান জানান।