ধলাই ডেস্ক: দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ না দেখায় আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় জানানো হয়, দেশের আকাশে বুধবার (১২ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এতে শুক্রবার সারাদেশে মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি ও সরকারের বিধি-নিষেধ মেনে মসজিদে ঈদের জামাত আদায়ের অনুরোধ জানাই।