দ্রুত চোখের আঞ্জনি সারানোর ঘরোয়া তিন উপায়

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

ধলাই ডেস্ক: চোখের পাতায় ছোট ছোট ফোঁড়া বা গোটা বেরোলে, তাকেই আঞ্জনি বলে। আঞ্জনি এমন কিছু বিরল সমস্যা নয়। বেশির ভাগ মানুষেরই এই সমস্যা হয়। তবে দীর্ঘ দিন অবহেলা করলে এটি বড় আকার নিতে পারে। তাতে চোখের মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ারও আশংকা থাকে। তাই আঞ্জনি হলেই দ্রুত সারানোর ব্যবস্থা নিতে হবে।

আঞ্জনির সমস্যা কমাতে প্রচুর ওষুধের দরকার নেই। এক্ষেত্রে কিছু ঘরোয়া উপায়েই কমিয়ে ফেলা যায় এই সমস্যা। কিন্তু তার আগে জানা জরুরি আঞ্জনি হওয়ার কারণগুলো।

** চোখে ময়লা জমা

** অপরিষ্কার পানি চোখে দেওয়া

** চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমা

** সবচেয়ে বড় কারণ চোখের পাতার কোনো গ্রন্থির সংক্রমণ

আঞ্জনি কমানোর ঘরোয়া উপায়

>> চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েলও লাগাতে পারেন। এটি সংক্রমণকারী ব্যাকটিরিয়া মেরে ফেলে। ফলে সংক্রমণ কমে।

>> রুমাল বা নরম কাপড়ে ভাপ দিন। তার পরে সেটি চোখের উপর ধরুন। এতে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। দ্রুত ব্যথা কমবে।

>> এর চেয়ে সহজ উপায় হলো, পেয়ারা পাতা দিয়ে এই সমস্যা কমানো। পেয়ারা পাতাও আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মারতে পারে। এই পাতা শুকনো কড়াইয়ে অল্প গরম করে নিন। তার পরে নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় বোলান। আঞ্জনির সমস্যা কমবে।