নতুন জঙ্গি সংগঠন ‘শাহদৎ’র প্রধানসহ ২ প্রশিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: ‘শাহদৎ’ নামে নতুন জঙ্গি সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেনসহ দুই প্রশিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।

রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় কয়েকটি মোবাইল, টাকার সঙ্গে উদ্ধার করা হয়েছে বেশকটি উগ্রবাদী বই।

শনিবার কাওরাবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমডান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন তারা। তবে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নাম বদলে ‘শাহদৎ’ নামে কার্যক্রম পরিচালনা করছিলেন।

তিনি আরো জানান, নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রমও চালানো হচ্ছিলো। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করতো জঙ্গিরা। অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে অনেককে।