নাইজারে সোনার খনি ধসে ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিরার দেশ নাইজারে একটি সোনার খনি ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহদ হয়েচে আরো ৭ জন।

সোমবার স্থানীয় দান ইসা শহরের মেয়র আদামু গুয়েরাও সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছে, প্রাথমিকভাবেই ১৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তাদের আজ সকালেই দাফন করা হয়েছে।

তিনি আরো বলেছেন, রোববার একটি খনিতে বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে।

গারিন-লিমান নামের ওই খনি এলাকাটি মাত্র কয়েক মাস আগেই আবিষ্কৃত হয়েছে। তবে এরই মধ্যে কয়েক হাজার খননকারী ওই এলাকায় এসেছে।

কয়েক দশক ধরেই নাইজারের সোনার খনিগুলো বেশ ভালো সম্ভাবনা দেখাচ্ছে। তবে পুরান আমলের খনন পদ্ধতি এবং ভূমির অস্থিতিশীলতার জন্য এ ধরনের ঘটনাও সেখানে খুব বেশি পরিমাণে ঘটে থাকে।

জানা গেছে, নাইজেরিয়া সীমান্তের কাছের ওই খনিতে আহতদের মধ্যে নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন।

উল্লেখ্য, শিল্পের আধুনিকীকরণের জন্য সরকারি প্রচেষ্টার অংশ হিসাবে ২০১৭ সালে বেশ কয়েকটি কারিগর সোনার খনি বন্ধ করা দিয়েছিল।

সূত্র: আল জাজিরা