পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা, চলছে গণনা

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানবাক্সে এবার মিলেছে ২৩ বস্তা টাকা ও স্বর্ণালংকার। শনিবার সকালে দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে গণনার কাজ। প্রতি তিন মাস অন্তর অন্তর ঐতিহাসিক এই মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়। এবার খোলা হয়েছে ৩ মাস ১৩ দিন পর।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের ৬ মে ৪ মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।