ফ্রিজ ছাড়া যে ভাবে মাংস সংরক্ষণ করবেন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
ছবি- ধলাইর ডাক

ডেস্ক রিপোর্ট: কুরবানীর পর পরই মাংস সংরক্ষণ নিয়ে তাড়াহুড়া শুরু হয়। যাদের ফ্রিজ নেই তারা অনেকেই সঠিকভাবে মাংস সংরক্ষণ করতে পারেন না। তাদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা।

* মাংস উচ্চ তাপমাত্রায় জ্বাল দিয়ে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে ছয় ঘণ্টা পর পর মাংসটি জ্বাল দিতে হবে। নাহয় জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো থাকে।

* মাংস রোদে শুকিয়েও সংরক্ষণ করেন। এজন্য তিনি মাংসগুলো মাঝারি আকারে কেটে পরিষ্কার পানিতে ভালভাবে ধুয়ে নেন। এই মাংসের সঙ্গে কোনো চর্বি রাখা যাবে না। এরপর মাংসের পানি নিংড়ে নিয়ে তাতে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর ডুবো পানিতে সেই মাংস আধা সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে পুরো পানি ছেঁকে ফেলতে হবে। এবার মাংসের টুকরোগুলো শিকে গেঁথে রোদে দিয়ে রাখুন।

* এছাড়া লবণ, সোডিয়াম নাইট্রেট ও সোডিয়াম ল্যাকটেট দিয়ে মাংস পুরো একদিন মেরিনেট করে রাখলে সেটা ফ্রিজে ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে মাংসের পুষ্টিগুণ বজায় থাকে। সূত্র: বিবিসি