বিশ্ববিদ্যালয় খুলে দিতে খাটিয়া মিছিল করবে শিক্ষার্থীরা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার বিশ্ববিদ্যালয় খুলে দিতে আগামী ১ জুন খাটিয়া মিছিল করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা এ আহ্বান জানান।

রোববার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচিতে শিক্ষকরাও সংহতি জানিয়েছেন। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা বলেন, শপিংমল ও গণপরিবহনসহ সবকিছু স্বাভাবিকভাবে চললেও অদৃশ্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এ সময় ১ জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু না করা হলে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতীকী কফিন নিয়ে ক্যাম্পাসে মিছিল করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

একই দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।