মাহে রমজানকে স্বাগত জানিয়ে কমলগঞ্জে খেলাফত মজলিস ও তালামীযে ইসলামীয়ার স্বাগত র‌্যালী

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

ডেস্ক নিউজ: আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান, এ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে খেলাফত মজলিস ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়ার স্বাগত র‌্যালী পরবর্তী পথ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা পৌনে ছয়টায় ভানুগাছ রেলওয়ে ষ্টেশন থেকে খেলাফত মজলিস একটি স্বাগত র‌্যালী বের করে, র‌্যালিটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ চৌমুহনীস্থ রাধুনী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয় হয়। পথ সভায় কমলগঞ্জ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ও সম্পাদক সদরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সম্পাদক মাও: ইকবাল হোসেন কয়ছর, যুগ্ম সম্পাদক হুসাইন আহমেদ খালেদ, মুসলিমুর রহমান, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মো: শিহাব উদ্দিন, ক্বারী: আলাউদ্দিন প্রমূখ। বক্তারা রমজান মাসের দিনে হোটেল রেস্তুরা বন্ধ রাখা সহ প্রকাশ্যে পানাহার, অন্যায় অত্যাচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়াও একই সময় বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্বোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ সম্মুখ থেকে একটি স্বাগত র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা তালামীযের সভাপতি মো. এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক আব্দুর রকিবের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. কাওসার আহমেদ, জেলা তালামীযের সিনিয়র সদস্য শাহ আব্দুল জলিল ও উপজেলা তালামীযের সহ সভাপতি চাত্র নেতা নাসির আহমেদ প্রমূখ। বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়পনা বন্ধ রাখতে অনুরোধ সহ দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানান।