
সংগৃহীত
ধলাই ডেস্ক: রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বর থেকে মিরপুর-১২ নম্বরমুখী সড়কের বনলতা সুইটসের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি শুটারগান, একটি দুধারি ছোরা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।