লাউয়াছড়ায় আরও একটি বনরুই অবমুক্ত

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: ঢাকা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি বনরুই মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে। বুধবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রানীটি অবমুক্ত কালে উপস্থিত ছিলেন ঢাকা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক,মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান, লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

১৬ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের রুপ নগরে বন্য প্রাণী পাচারচক্রের কাছ থেকে পুলিশের সাহায্যে বনরুইটি উদ্ধার করে বন্য প্রানী অপরাধ দমন ইউনিট। বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির একটি প্রানী। এরা এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রানী। এর ইংরেজি নাম ’pangolin’। রুই মাছের মতো সারা শরীরে আঁশ থাকায় এটি বনরুই নামে পরিচিত।