শুক্রবার ঢাকায় আসছে ‘জোকার’

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: চলতি বছরে হলিউডের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘জোকার’। ২ অক্টোবর ভারতে মুক্তি পেলেও সারা বিশ্বে একযোগে ছবিটি মুক্তি পাচ্ছে ৪ অক্টোবর। আর এদিন ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি!

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে ‘জোকার’-এর গল্প। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে।

সিনেসমালোচকরা ‘জোকার’ ছবিটি দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! রোটেন টম্যাটো ইতোমধ্যে ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে।