শ্রীমঙ্গলে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
ছবি- ধলাইর ডাক

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা ও ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসারইনচার্জ (ওসি) আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, শ্রীমঙ্গল ট্রাফিক ইনস্পেক্টর রুপন কুমার রায়।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসা’র সভাপতিত্বে ও ট্যুর গাইড এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন  গ্র‍্যান্ড সেলিম রিসোর্টের সত্বাধীকারী সেলিম আহমেদ,  গ্রীনলিফ গেস্ট হাউজের পরিচালক এস কে দাশ সুমন,  এসকেডি আমার বাড়ি রিসোর্ট এর সর্বাধিকারী সজল কুমার দাশ, টি টাউন গেষ্ট হাউজের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, পরিবেশ কর্মী হৃদয় দাশ শুভ, নিসর্গ নিরব ইকো কটেজের সত্বাধিকারী কাজী সামছুল হক, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ মান্না, শ্রীমঙ্গল ইন হোটেলের সত্বাধিকারী ছায়েদ আলী, ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং, বৃষ্টি বিলাশ গেস্ট হাউজের সত্বাধিকারী মো. রাফি, হোটেল রেডিশনের ব্যবস্থাপক নাইম আহমেদ সবুজ প্রমুখ।