শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা  শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল পৌরসভা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন।
টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পৌরসভার তিতুস আজিম, ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শ্রীমঙ্গল ইউনিয়নের মোতালেব হোসেন ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে চ্যাম্পিয়ন দলের ইছহাক মিয়া।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মোঃ কামরুজ্জামান জুয়েল, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ আব্দুস ছালেক,শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের  খেলোয়াড় মাসুক মিয়া জনি, শ্রীমঙ্গল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি  শুভ্র রায়।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, সাবেক ফুটবলার পিযুস দত্ত, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল পৌরসভার কমিশার এম এ সালাম, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা  প্রমুখ।