ধলাই ডেস্ক: বর্ষা মৌসুমে দেশের নানা অঞ্চলে বিদ্যমান থাকে থৈ থৈ পানি। মৌসুমটিতে সাপেদের বিচরণ সবচেয়ে বেশি। আশ্রয় বা খাবার গ্রহণের সময় নিরাপত্তার কথা ভেবে লোকেদের দংশন করে অনেক সাপ। এর মধ্যে সাত থেকে আট প্রজাতির বিষধর সাপের দংশনে মানুষের মৃত্যু হয়। কম বিষধর সাপের দংশনে সাময়িক ভোগান্তি পোহাতে হয়। তাই সাপ দংশন করলে মৃত্যুর ঝুঁকি এড়াতে দ্রুত তিনটি কাজ করা উচিত। একইসঙ্গে পাঁচটি কাজ এড়িয়েও চলতে হবে।
সাপ দংশন করলে যা করবেন:
প্রথমত, হাত বা পা ভেঙে গেলে যেভাবে শক্ত কিছু বা কাপড় দিয়ে হালকা করে বাঁধা হয় তেমনি দংশনের কিছু উপরে তেমনি করে বাঁধুন।
দ্বিতীয়ত, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
তৃতীয়ত, সাপ দংশনের পর নড়াচড়া বন্ধ করুন। কারণ নড়াচড়া করলে পেশীও নড়বে। এতে বিষ দ্রুত সব পেশীতে ছড়ানোর সর্বোচ্চ ঝুঁকি থাকে।
সাপ দংশন করলে যা এড়িয়ে যাবেন:
প্রথমত, সাপের দংশনের শিকার হলে আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকুন।
দ্বিতীয়ত, দংশনের শিকার হওয়ার পর ভুলেও ওঝা, ঝাড়ফুঁক কিংবা কবিরাজের জন্য অপেক্ষা করবেন না।
তৃতীয়ত, চিকিৎসক কাছে পৌঁছানোর আগে সাপের দংশনের শিকার ব্যক্তিকে কিছু খাওয়াবেন না।
চতুর্থত, দংশনের স্থানে কোনো ধরনের মলম বা মালিশ লাগানো থেকে বিরত থাকুন।
পঞ্চমত, সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা, কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন।