সৌদিতে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ১৪৮ শিক্ষার্থী

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

ধলাই ডেস্ক: প্রতি বছরের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সৌদি আরবের দুটি কেন্দ্র রিয়াদ ও জেদ্দায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪৮ শিক্ষার্থী।

সোমবার বাংলাদেশের সময়ের সঙ্গে মিল রেখে সৌদি সময় সকাল ৭টায় শুরু হয় পরীক্ষা।

এদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ থেকে এ বছর মোট ৬৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৩৭ জন, ছাত্রী ২৭ জন। প্রথমদিন রিয়াদ কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৬ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩৫ জন, মেয়ে ৫১ জন। কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান।

কেন্দ্র পরিদর্শন শেষে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পরিদর্শকরা।