১২৫০ মোবাইলসহ ধরা খেল ১৪ ছিনতাইকারী

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: এক হাজার ২৫০টি মোবাইল ও ২২ হাজার ৬০০ টাকাসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ এর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাজ্জাদ হোসেন,  শাহজালাল হাওলাদার, হৃদয়, আবদুস  ছাত্তার, মিলন হোসেন, আবুল হোসেন, মোস্তফা, আলী অজগর, রমজান সরদার, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, মাহিম মিয়া, হায়দার আলী ও মো. শাহজাহান।

আজ শনিবার সন্ধ্যায় র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকা থেকে ১৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, এরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও চিটাগাং রোড এবং এর আশপাশের এলাকায় কখনো গার্মেন্টস কর্মী আবার কখনো সাধারণ যাত্রীর ছদ্মবেশে কৌশলে সাধারণ গার্মেন্টস কর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে।