রাজধানীতে ইয়াবাসহ দুই নারী আটক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এরা হলো, রুবি আক্তার (৩৫) ও মোমেনা খাতুন (৪০)।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১০। এ সময় তাদের থেকে ছয় হাজার ইয়াবা, ২টি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ ও একটি হ্যান্ড পার্টস  উদ্ধার করা হয়।

আটক দুই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা করা হয়েছে।