অনৈতিক সম্পর্কে জড়িয়ে বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের মন্ত্রী

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: অধীনস্থ নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার অপরাধে বরখাস্ত হয়েছেন নিউজিল্যান্ডের অভিবাসন বিষয়ক মন্ত্রী লেইন লেস গেলওয়ে।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তাকে বরখাস্তের আদেশ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ সম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেন, গেলওয়ের সঙ্গে অফিসে কর্মরত এক নারী কর্মীর এক বছর ধরে অনৈতিক সম্পর্ক ছিলো।

উদারপন্থী লেবার পার্টির নেতৃত্বদানকারী জেসিন্ডা বলেন, গেলওয়ে তার নিজের ভূমিকা সঠিকভাবে রক্ষা করতে পারেনি। তার দায়িত্ব ছিলো কর্মক্ষেত্রের সম্পর্ক ও সুরক্ষার তদারকি করা, কিন্তু তা করেননি।

এরই মধ্যে জেসিন্ডার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৪১ বছর বয়সী গেলওয়ে, সেই সঙ্গে ক্ষমাও চেয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিত আসন্ন সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচন করবেন না।

তিনি বলেন, আমি আমার পদে পুরোপুরি অনুপযুক্ত এবং একজন মন্ত্রী হিসাবে আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারি না।

এর মাত্র একদিন আগে, বিরোধী দলের এমপি অ্যান্ড্রু ফ্যালন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ বেশ কয়েকজন নারীকে যৌন চিত্র পাঠানোর অভিযোগে পদত্যাগ করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেননি ফ্যালন।

জেসিন্ডা বলেছেন, তিনি মঙ্গলবার বিকেলে অভিযোগগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং সন্ধ্যায় লেস গেলওয়েকে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন তার এই ধরণের কাজ আমাকে একজন মন্ত্রী হিসাবে তার প্রতি আস্থা হারাতে বাধ্য করেছে।

জেসিন্ডা আরডার্ন আরো বলেন, পার্লামেন্টে দীর্ঘকাল ধরে একটি সংস্কৃতি এবং একটি পরিবেশ ছিল যার উন্নতির প্রয়োজন ছিল। এই পরিবেশে আমরা মান বজায় রাখতে পারি তা নিশ্চিত করার জন্য আমাদের সবার ভূমিকার প্রয়োজন।