কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের ঘোরামারা গ্রাম থেকে দুর্লভ একটি কচ্ছপ প্রাণী উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার রাতে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজা কচ্ছপটি নিজ হেফাজতে রাখেন। রবিবার দুপুর ২টায় লাউয়াছড়া বন্যপ্রানী ও সংরক্ষন বিভাগের কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজা জানান, শনিবারে রাতে ঘোড়ামারা গ্রামের কয়েক যুবক মিলে গভীর রাতে গ্রামের একটি জমি থেকে দূর্লভ প্রজাতির কচ্ছপটি ধরে। কচ্ছপটি ধরার খবর শুনে কচ্ছপটি নিজ হেফাজতে রাখেন। রবিবার সকালে লাউয়াছড়া বন্যপ্রানী ও সংরক্ষন বিভাগকে খবর দিলে দুপুরে লাউয়াছড়া রেঞ্জার মোনায়েম হোসেন কচ্ছপটি উদ্ধার করে লাউয়াছড়ায় নিয়ে যান।
লাউয়াছড়া বন্যপ্রানী ও সংরক্ষন বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন দুর্লভ প্রজাতির কচ্ছপটি উদ্ধারের কথা নিশ্চিত করেন।