কিডন্যাপারের খপ্পরে অভিনেত্রী তিশা

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
ছবি সংগৃহীথ

বিনোদন ডেস্ক: সুপার শপ থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিশা। কিছুক্ষণের মধ্যে একটি ছোট গাড়ি এসে তুলে নিয়ে যায় তাকে। গাড়িতে বসার পরপরই ঘুমিয়ে পড়ে সে। একসময় ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে চমকে ওঠে তিশা।

এই অচেনা বাসায় কি করে এলো সে! সাজানো গোছানো ফ্ল্যাট। সুনসান নীরবতা। এ ঘর ও ঘর পেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখেন অভিনেতা ইরফান সাজ্জাদ ল্যাপটপ নিয়ে বসে আছে। আঁৎকে ওঠে জানতে চায় এখানে কেন সে?

সাজ্জাদ খুব নির্বিকারভাবে বলে, তাকে কিডন্যাপ করা হয়েছে। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কিডন্যাপড’। শাহনেওয়াজ রিপনের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং ইরফান সাজ্জাদ।

নির্মাতা জানান, এবারের ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে নাটকটি। ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে এটি।