ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে কলেজছাত্রী ফুলন রানী বর্মণের (২২) শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে অগ্নিদগ্ধ ফুলনের বাবা যোগেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় ফুলনের শরীরে আগুন লাগিয়ে দেয় দুবৃর্ত্তরা। ফুলন নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পরিক্ষায় উর্ত্তীণ হন। ঘটনার পর পুলিশ রায়পুরা থেকে ফুলনের কথিত প্রেমিক সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও দগ্ধ কলেজছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ফুলন রানী বর্মণ রাতে সাড়ে ৮টার দিকে তার মামার সঙ্গে দোকানে কেক আনতে যান। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। ফুলন কেক নিয়ে বাড়ির আঙ্গিনায় পৌঁছালে অজ্ঞাত পরিচয় দুইজন দুর্বৃত্ত তার হাত মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।